বাংলাদেশের অভ্যন্তরীন বিষয় নিয়ে ভারতীয় প্রপোগাণ্ডা, উগ্রবাদি আচারণ ও মিথ্যাচারের প্রতিবাদে যশোরের বেনাপোলে সার্বভৌমত্বের পদযাত্রা করেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে বেনাপোল বলফিল্ড মাঠ থেকে পদযাত্রা করে চেকপোষ্টে গিয়ে শেষ হয় কর্মসূচি। এসময় বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে নানা ধরণের স্লোগন দেন ছাত্ররা।
পদযাত্রা থেকে নেতৃবৃন্দ বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সর্বদাই সার্বভৌমত্ব বজায় রয়েছে। কিন্তু ভারতীয় মিডিয়াসহ কিছু মানুষ নানাভাবে মিথ্যাচার করে দুদেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। বাংলাদেশের হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খিস্টান সকলে ভাই ভাই। আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। তাই কোনো উস্কানিতেই দুই দেশের সম্পর্কের ফাটল ধরানো যাবে না।
পদযাত্রায় নেতৃত্ব দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশেদ খান, সদস্য সচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তিসহ নেতৃবৃন্দ।